“Economics Staff Seminar Series”

 

দেশীয় ও বৈশ্বিক অর্থনীতির সমসাময়িক অবস্থা এবং অর্থনীতির তত্ত্বগুলোর প্রায়গিক দিক আলোচনা-পর্যালোচনার জন্য অর্থনীতি বিভাগ “Economics Staff Seminar Series” চালু করেছে। এ সিরিজ সেমিনারে আগামী দুই সপ্তাহে সাতটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ২৯ নভেম্বর ২০১৬ তারিখে টেকসই উন্নয়ন-বৈশ্বিক চ্যালেঞ্জ এবং ওআইসি দেশগুলোর করণীয় নিয়ে প্রথম সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান। সেমিনারে প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি আলোচনায় অংশ নেন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
সিরিজের অন্য সেমিনারগুলো অনুষ্ঠিত হবে নিন্ম বর্ণিত বিষয়গুলোর উপরঃ
১। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সামষ্টিক অর্থনীতির সূচকগুলোর অবদান।
২। বাংলাদেশের উন্নয়নে কৃষি অর্থনীতির অবদান।
৩। বাংলাদেশের ট্যাক্স জিডিপির অনুপাতের অবস্থা ও প্রায়োগিক দিক।
৪। বাংলাদেশে খাতভিত্তিক কর্মসংস্থানের পরিবর্তন এবং অর্থনৈতিক উন্নয়নে এর প্রভাব।  
৫। স্টামফোর্ড বিশ্ববিদ্যালের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের চাকুরি বাজারের ব্যাপারে ধারণা এবং চাহিদা।
৬। যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ এবং যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট নির্বাচনঃ বৈশ্বিক অর্থনৈতিক পলিসির পরিবর্তনে বাংলাদেশের উপর প্রভাব।