Stamford University Bangladesh
Home      News

News

 

Share This:

 

 

 

Newsঅর্থনীতি বিভাগে অন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬

দেহ গঠন ও মানসিক বিকাশে খেলাধূলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়ানুশীলন অলসতা দূর করে একজন মানুষের কর্মক্ষমতা বাড়ায়।তরুণ প্রজন্মকে অপরাধ প্রবণতা থেকে রক্ষা করতে ও সুস্থ সামাজিক পরিবেশ বিনির্মাণে খেলাধূলা ও সুস্থ বিনোদন চর্চার প্রয়োজন রয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার গুরুত্ব অপরিসীম।আর এসব লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই ‘স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ এর অর্থনীতি বিভাগে আয়োজিত হয়ে গেলো ‘অন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০১৬’।যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ১৭ নভেম্বর ২০১৬ তারিখে। যেখানে ‘ইকোনোমিক্স কিংস ইলিভেন’কে ৫২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ‘ব্লু বয়েজ’।টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ব্লু বয়েজের অধিনায়ক ইয়াসির আরাফাত।নির্ধারিত ১৫ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাড়ায় ১৪৯ রান। তুষারের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৮ রান।ইকোনোমিক্স কিংস ইলিভেনের শহিদুল ইসলাম জিতু এবং অধিনায়ক ইয়াদুল নেন সমান ২টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ইকোনোমিক্স কিংস ইলিভেন ব্যাটসম্যানরা নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৯৭ রান সংগ্রহ করে।সর্বোচ্চ ৩ উইকেট নেন ব্লু বয়েজের তুষার। ব্যাট ও বলে সমান নৈপুণ্য দেখিয়ে ম্যাচ ও সিরিজ সেরার পুরষ্কারও জিতে নেন তুষার। শিকদার মেডিকেল কলেজ মাঠে অনুষ্ঠেয় এই ম্যাচে খেলা দেখতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ডঃ মোঃ হাবিবুর রহমান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের হাতে ট্রফি এবং দুই দলের খেলোয়ার ও আয়োজক কমিটির মাঝে মেডেল ও ক্রেস্ট সহ মুল্যবান উপহার সামগ্রী তুলে দেন তিনি। এসময় তিনি নিয়মিত ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং এমন একটি প্রতিযোগিতা সুন্দর ও সফলভাবে আয়োজন করায় আয়োজক কমিটি অর্থনীতি বিভাগের ৫২ ব্যাচের প্রত্যেককে সাধুবাদ জানান।গত ৮-১১-১৬ তারিখে শুরু হওয়া চার দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার অন্য দুটি দল হলো ‘কিংস অব পিচেস’ ও “ইকোনোমিক্স রাইজিং স্টারস”।