Home      News

News

 

Share This:

 

 

 

News

অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার এর কপ-২৭ জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ

একবিংশ শতাব্দীর মানবজাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন ও এর বিরূপ প্রভাব মোকাবিলা করা। এই পরিবর্তন মোকাবিলা ও বিরূপ প্রভাব থেকে মানবজাতি, জীববৈচিত্র্য ও পরিবেশকে রক্ষার জন্য ১৯৯৫ সাল থেকে প্রায় প্রতিবছর বিশ্বের কোন না কোন শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘ জলবায়ু সম্মেলন যা বিশ্বব্যাপী কপ নামে পরিচিত। তারই ধারাবাহিকতায় এই বছরও জাতিসংঘ আয়োজন করেছে জলবায়ু সম্মেলনের ২৭তম আসর। এবারের সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে মিশরের উপকূলীয় সবুজ শহর শার্ম আল-শেখের রেড সি রিসোর্টে। জাতিসংঘ কর্তৃক আয়োজিত এই জলবায়ু সম্মেলনে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করছেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর বিজ্ঞান অনুষদের ডিন, পরিবেশ বিজ্ঞান বিভাগ ও বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদারড. মজুমদার দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন পরিবেশগত সমস্যা নিয়ে নিরলস কাজ করে যাচ্ছেন।

নভেম্বরের ৬ তারিখ বুধবার শুরু হওয়া কপ-২৭ সম্মেলন চলবে নভেম্বরের ১৮ তারিখ শুক্রবার পর্যন্ত। এবারের সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তির বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণের জন্য তহবিল গঠন আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এবারের সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও জলবায়ু দূত জন কেরি, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন ডের লেইন থেকে শুরু করে ক্ষুদ্র রাষ্ট্র অ্যান্ডোরার প্রধানমন্ত্রী হাভিয়ের এস্ফট জ্যামোরা সহ বিশ্বের ১১০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং প্রায় দুইশত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবারের সম্মেলনে অংশগ্রহণ না করলেও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি, একই মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি ও উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি সহ সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছেন। এছাড়াও সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত কূটনীতিক, সাংবাদিক, ছাত্র, শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, জলবায়ু কর্মী সহ বিভিন্ন পেশার প্রায় ৫০ হাজার মানুষ। এই বিশাল জলবায়ু সম্মেলনে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার এর অংশগ্রহণের মাধ্যমে আহরিত জ্ঞান ও অভিজ্ঞতা গবেষণায় প্রয়োগের মাধ্যমে তিনি দেশের জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কাজ করে যাবেন বলে প্রত্যাশা।