Home      News

News

 

Share This:

 

 

 

News

স্টামফোর্ডে "ভার্চুয়াল লার্নিং বাংলাদেশে গ্রহণ: অস্থায়ী প্রবণতা বা দৃষ্টান্তের স্থানান্তর?" শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত

স্টামফোর্ডে "ভার্চুয়াল লার্নিং বাংলাদেশে গ্রহণ: অস্থায়ী প্রবণতা বা দৃষ্টান্তের স্থানান্তর?" শীর্ষক অনলাইন সেমিনার অনুষ্ঠিত


আজ (৪ জুলাই, ২০২০) স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফেইসবুক অফিশিয়াল ভেরিফাইড পেইজ থেকে ‘ভার্চুয়াল লার্নিং বাংলাদেশে গ্রহণ: অস্থায়ী প্রবণতা বা দৃষ্টান্তের স্থানান্তর?’ শীর্ষক এক অনলাইন সেমিনার অনুষ্ঠিত হয়।


সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউল্যাব ইউনিভার্সিটির আইকিউএসি (ওছঅঈ)-এর পরিচালক এবং মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগের প্রধান অধ্যাপক ড. জুড উইলিয়াম গ্যানিলো (উৎ ঔঁফব ডরষষরধস এবহষরড়), ঢাকা বিশ^বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যপক ও ই-লার্নিং এÐ স্ট্রাটিজিস্ট ড. রাফিউদ্দিন আহমদ (রাফি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইকিউএসি (ওছঅঈ)-এর পরিচালক মুহাম্মদ জে. মুনীর এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সহযোগী অধ্যাপক ও মার্কেটিং ডিসিপ্লিনের প্রধান রবিউল কবির। তারা প্রত্যেকে বাংলাদেশে কিভাবে ভার্চুয়াল লার্নিংকে আরো সহজ করা যায় সবার মধ্যে ছড়িয়ে দেয়া যায় সে বিষয়ে বিশদ আলোচনা করেন। এছাড়া এটি ব্যবহারে কি কি সমস্যার সম্মুখীন হতে পারে এবং তা থেকে উত্তোরনের কথা জানান।


সেমিনারটি সঞ্চালন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর মার্কেটিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. আহসান কবির রুবেল। আর সার্বিক তত্ত¡াবধানে ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর জনসংযোগ কর্মকর্তা সুপা সাদিয়া।