Home      News

News

 

Share This:

 

 

 

News

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে সপ্তাহব্যাপী এডমিশন ফেয়ারের উদ্বোধন

আজ ২৫ মে, ২০২২ (বুধবার) সকাল ১১টায় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ এডমিশন ফেয়ার সামার ২০২২-এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ফেয়ার উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মো: ইউনুছ মিয়া। তিনি বলেন ‘‘ঐতিহ্যবাহী এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীকে আহবান জানাচ্ছি।  বিবিদ্যালয়ের মধ্যে এটি একটি পুরানো বিশ্ববিদ্যালয়। ছাত্র-ছাত্রীদের জ্ঞান বিজ্ঞান চর্চায় এই বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ২০০২ সাল থেকে যাত্রা শুরু করে অদ্যবধি এ বিশ্ববিদ্যালয় সুনামের সাথে এগিয়ে যাচ্ছে।’’
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. ফারাহনাজ ফিরোজ ও রুমানা হক রিতাসহ ট্রেজারার অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
২৫ মে থেকে ৩০ মে, ২০২২ এই এডমিশন ফেয়ার চলবে। এডমিশন ফেয়ারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড়। ভর্তি ফিতে ৫০% ছাড় ও টিউশন ফিতে ২৫% ছাড়। এছাড়াও রয়েছে ভর্তি ফরম ফ্রি ও আকর্ষণীয় উপহার। 
স্টামফোর্ডে মোট ১৪টি বিভাগের অধীনে ২৮টি প্রোগ্রামে ভর্তি কার্যক্রম চলছে।