Home      News

News

 

Share This:

 

 

 

News

স্টামফোর্ড আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব ২০২২ অনুষ্ঠিত

স্টামফোর্ড আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব ২০২২ অনুষ্ঠিত হয় ২০ মার্চ ২০২২। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ডের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. ইউনুছ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সংগীত শিল্পী ও নজরুল গবেষক সুজিত মোস্তফা এবং লেখক ও অনুবাদক মুম রহমান।

উৎসবে আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য বিষয়ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও চিত্রপ্রদর্শনীর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব এ আবৃত্তিতে প্রথম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রোফেশনাল-এর সাবিহা ফাইরুজ মাহমুদ, দ্বিতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়-এর সুরাইয়া লিয়াকত আলী এবং তৃতীয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর জাহিদ আল প্রিতম।

ছোটগল্প লেখা প্রতিযোগিতায় প্রথম স্টামফোর্ডের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামিয়া আঞ্জুম তাপসী, দ্বিতীয় স্টামফোর্ডের ইংরেজি বিভাগের নাশিদ সাবা নূর তাসনিম এবং তৃতীয় স্টামফোর্ডের মাইক্রোবায়োলজি বিভাগের নাবিদ সাবা নোভা।

সাহিত্য ফোরামের সদস্যদের অংশগ্রহণে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম মোহাম্মদ নাইম শিকদার, দ্বিতীয় নার্গিস আক্তার এবং তৃতীয় জিমিয়া তাবাসসুম শুঁচি।

চিত্রপ্রদর্শনী প্রতিযোগিতায় প্রথম আল মুনতামিম তিহান, দ্বিতীয় পুষ্পিতা রিয়া এবং তৃতীয় সামিয়া আঞ্জুম তাপসী।