Home      News

News

 

Share This:

 

 

 

News

স্টামর্ফোড ইয়েস কতৃক আয়োজিত, টি আই, টি আই বি ও দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ অনুষ্ঠান

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) সদস্যবৃন্দদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় টিআই, টিআইবি ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অরিয়েন্টেশন ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ।
অনুষ্ঠানটির আয়োজন করে স্টামফোর্ড ইয়েস গ্রুপ।
 
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন; জনাব আব্দুল মতিন, রেজিস্টার , স্টামর্ফোড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, রেহানা আক্তার, এডভাইজার স্টুডেন্ট ওয়েলফেয়ার জনাব মহসিনুল করিম, উপদেষ্টা স্টামর্ফোড ইয়েস ও সহকারি অধ্যাপক, অর্থনীতি বিভাগ। বিশেষ  অতিথি হোজ্জাতুল ইসলাম, এসিস্ট্যান্ট কো- অর্ডিনেটর, টিআইবি।
এছাড়াও অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন  আকাশ চন্দ্র দাস, ভাইস প্রেসিডেন্ট, স্টামর্ফোড ইয়েস। জায়েদ আল আরাফ শিহাব, প্রেসিডেন্ট, স্টামর্ফোড ইয়েস।