Stamford University Bangladesh
Home      News

News

 

Share This:

 

 

 

News

স্টামফোর্ড ইউনভার্সিটি বাংলাদেশ -এ আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে শেষ হলো দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসব। ‘চলো সূর্য পথে যাত্রা করি, সাথে নিয়ে সোনার তরী’ এই প্রতিপাদ্যে গত ২৫ ফেব্রুয়ারি (শনিবার) উৎসবটি শুরু হয়। এদিন সাহিত্য পত্রিকা ‘চন্দ্রবিন্দু’র প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, সাহিত্য কুইজ ও ছোট গল্প লেখার প্রতিযোগিতা।

আবৃত্তি প্রতিযোগিতায় বিচারক ছিলেন দৈনিক দেশ রূপান্তরের সাহিত্য সম্পাদক, হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং, কবি শিমুল সালাহ্উদ্দিন এবং বিশিষ্ট আবৃত্তিশিল্পী বিপ্লব সাহা। উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিচারক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মিনহাজুল আবেদীন এবং আলীয়া তামজীদা। ছোট গল্প লেখার প্রতিযোগিতায় বিচারক ছিলেন একই বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন এবং ফারহানা আহাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাহিত্য ফোরামের উপদেষ্টা বিশিষ্ট আবৃত্তিশিল্পী ও নাট্যব্যক্তিত্ব ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কবি সাকিরা পারভীন এবং সংগঠনের আহ্বায়ক জাকিয়া নূর মতিন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) উৎসবের শেষ দিনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও চলচ্চিত্র পরিচালক ড. মতিন রহমান এবং বিশিষ্ট আবৃত্তিকার ও নাট্য ব্যক্তিত্ব মীর বরকত।

পরে সংগঠনের বিদায়ী কমিটির প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ চৌধুরী শান নতুন কমিটির প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম জিসানের হাতে ফোরামের দায়িত্ব তুলে দেন। শেষে ফোরামের সদস্যদের অংশগ্রহণে কাজী নজরুল ইসলামের নাটক ‘পুতুলের বিয়ে’ এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।