Home      News

News

 

Share This:

 

 

 

News

স্টামফোর্ড ক্যাপস এবং ইউএস ফরেস্ট সার্ভিস এর সঙ্গে অংশীদারি চুক্তিপত্র স্বাক্ষরিত 

স্টামফোর্ড বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এর সাথে ইউএস ফরেস্ট সার্ভিস, ইন্টারন্যাশনাল প্রোগ্রামের আওতাধীন ঈঙগচঅঝঝ প্রোগ্রামের সঙ্গে অংশীদারি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়।
অত্র চুক্তিপত্রে স্বাক্ষর করেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন, পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং ক্যাপসের প্রতিষ্ঠাতা ও পরিচালক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার এবং ইউএস ফরেস্ট সার্ভিস, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এর ঈঙগচঅঝঝ প্রোগ্রামের প্রধান ড. আবু মোস্তফা কামাল উদ্দিন।
এই চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনির্ভাসিটি বাংলাদেশ এর উপচার্য অধ্যাপক মোহাম্মদ আলী নকী, রেজিস্টার মুহাম্মদ আব্দুল মতিন, স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ এবং ইউএস ফরেস্ট সার্ভিস, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম এর একাডেমিক ও গবেষণা সমন্বয়ক বিশেষজ্ঞ মোঃ  শামস উদ্দিন এবং জিআইএস এনালিস্ট সহদেব চন্দ্র মজুমদার।
এই চুক্তিপত্রের মূল লক্ষ্য হল- দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে তৈরি করতে হবে যেন প্রাকৃতিক স¤পদ সংরক্ষণ করার কাজ করতে পারে। ছাত্র-শিক্ষক, গবেষক, পেশাজীবী ও নাগরিকদের মধ্যে প্রাকৃতিক স¤পদ সংরক্ষণের বিষয়ক সচেতনতা ও দক্ষতা তৈরি করা এবং তরুণদের মধ্যে ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি করা এবং চাকরির সক্ষমতা তৈরি করা।
এই চুক্তির ফলে দুইটি প্রতিষ্ঠানই গবেষণা কার্যক্রম ও অন্যান্য কাজে সুফল পাবে।