Home      News

News

 

Share This:

 

 

 

News

‘এসইউজেএফ জার্নালিস্ট অ্যাওয়ার্ড’ পেলেন ৭ সাংবাদিক

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের আয়োজনে ‘এসইউজেএফ জার্নালিস্ট অ্যাওয়ার্ড’ পেলেন সাত সাংবাদিক। ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অডিটোরিয়ামে ক্রেস্ট এবং সম্মাননা তুলে দেওয়া হয়। এসইউজেএফ জার্নালিস্ট অ্যাওয়ার্ড-২০২০ পেয়েছেন দ্য ডেইলি স্টারের ডেপুটি চিফ রিপোর্টার আল-মাসুম মোল্লা, নিউ এজ-এর সিনিয়র রিপোর্টার আহম্মদ ফয়েজ, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার জাহিদুর রহমান। ২০২১ সালের এসইউজেএফ জার্নালিস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন চ্যানেল টুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার মোর্শেদ হাসিব হাসান, বিবিসির ব্রডকাস্ট জার্নালিস্ট সানজানা চৌধুরী, যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাবিব রহমান এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট ওমর ফারুক। তাঁরা সবাই স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক জাফর ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য রুমানা হক রিতা, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান, রেজিস্ট্রার আব্দুল মতিন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নজরুল ইসলাম মিঠু এবং সাম্প্রতিক দেশকালের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ।

অনুষ্ঠানে সহযোগিতায় ছিলো রকমারি, ফড়িং মিডিয়া একাডেমি, সাম্প্রতিক দেশকাল, ইনফোপাওয়ার এবং স্টারনোট ইংলিশ স্কুল।