Home      News

News

 

Share This:

 

 

 

News

১৯৪৭ এর দেশভাগ নিয়ে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ আয়োজিত পাবলিক লেকচার

২৪ মে ২০২৩ তারিখে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ইংরেজি বিভাগ ১৯৪৭ এর দেশভাগের উপর আয়োজন করে এক বক্তৃতা অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ডঃ সাঈদ ফেরদৌস। ডঃ ফেরদৌস  " Beyond A Hegemonic Understanding of 1947 Partition" শিরোনামে বক্তব্য দেন।
তিনি তাঁর বক্তব্য শুরু করেন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দক্ষিণ-এশীয় দেশগুলোর ভৌগলিক সীমা, আঞ্চলিক সম্পর্কের টানাপোড়ন বোঝার ক্ষেত্রে ৪৭ সালের দেশভাগের  ইতিহাস জানা ও অধ্যয়ন করা কতটা জরুরি তা তুলে ধরার মাধ্যমে। পার্টিশন অধ্যয়নের বর্তমানে চালু থাকা বিষয়বস্তুর ঘাটতি, অসংগতি এবং জ্ঞান-তাত্ত্বিক আধিপত্যের   (hegemony)  দিকে ইঙ্গিত করেন এবং পার্টিশনের অধ্যয়নে কোন কোন বিষয়ের অন্তর্ভুক্তি ও গবেষণা দরকার সে ব্যাপারে তার মতামত তুলে ধরেন। তাঁর বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের করা প্রশ্ন এবং বক্তার যৌক্তিক উত্তরের মধ্য দিয়ে প্রাণবন্ত হয় আয়োজন। 
 উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের চেয়ারম্যান শেখ নাহিদ নিয়াজি, কলা ও  সামাজিক বিজ্ঞান  অনুষদের ডীন ডঃ কাজী অব্দুল মান্নান,  ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সায়মা আরজু এবং বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাড়াও অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী।