Home      News

News

 

Share This:

 

 

 

News

স্টামফোর্ডে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কর্ম” বিষয়ক রচনা প্রতিযেগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ২২ সেপ্টেম্বর, ২০২১ স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কর্ম শীর্ষক” রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

স্টামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মুহাম্মাদ আলী নকী’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একুশ পদক প্রাপ্ত আবৃত্তিকার ও স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ফিল্ম এণ্ড মিডিয়া বিভাগের শিক্ষক ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. ফারাহনাজ ফিরোজ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন ও কমের্র উপর বাংলা এবং ইংরেজিতে প্রায় অর্ধ শতাধিক রচনা প্রতিযোগিতার মধ্যে পুরস্কৃত হলেন, বাংলায় চ্যাম্পিয়ন ফার্মাসী বিভাগের খাদিজা আক্তার বন্যা, বাংলায় প্রথম রানার আপ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের আবদুল্লাহ আল মামুন এবং বাংলায় দ্বিতীয় রানার আপ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাইফুল ইসলাম।

ইংরেজিতে চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগের হাসিবুল হাসান, ইংলিশে প্রথম রানার আপ ফার্মাসী বিভাগের মোঃ আমিনুল হক এবং ইংরেজিতে দ্বিতীয় রানার আপ ফার্মাসী বিভাগের সামিরা হক সেতু।

অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্নালিজম বিভাগের সিনিয়র লেকচারার তপণ মাহমুদ, ধন্যবাদ জ্ঞাপন করেন রচনা প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান এবং ইংরেজি বিভাগের এসোসিয়েট প্রফেসর সায়মা আরজু, আর অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ইংরেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নূর-ই নুসরাত জেরীন।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন জনসংযোগ বিভাগের প্রধান সুপা সাদিয়া।