Home      News

News

 

Share This:

 

 

 

News

ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে চালু হলো ব্র্যাক ব্যাংকের রিয়েল-টাইম ক্যাশ ডিপোজিট মেশিন (RCDM)

২৫ সেপ্টেম্বর, ২০২৩ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে চালু হলো ব্র্যাক ব্যাংকের রিয়েল-টাইম ক্যাশ ডিপোজিট মেশিন (RCDM)।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়-এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রুমানা হক রিতা, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ড. ফারাহনাজ ফিরোজ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, ট্রেজারার অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক আব্দুল মান্নান, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন এবং ডেপুটি ডিরেক্টর (ফিনান্স) মো. মোতাহের হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তারেক রিফাত উল্লাহ খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে এই মেশিনের মাধ্যমে ব্যাংকে না গিয়ে সহজেই ভর্তি এবং টিউশন ফি জমা দিতে পারবেন। এই মেশিনের মাধ্যমে সপ্তাহের যে কোনো সময় টাকা জমা দেওয়া যাবে।