Home      News

News

 

Share This:

 

 

 

News

যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় শোক দিবস ২০২১ পালন

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় শোক দিবস ২০২১ পালন করা হয়।
১৫ আগস্ট ২০২১ ইউনিভার্সিটি ক্যাম্পাসে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কার্যক্রম আরম্ভ হয়। এসময় উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর অতিরিক্ত রেজিস্ট্রার ফারুখ কবীর উদ্দীনসহ সীমিত সংখ্যক কর্মকর্তা কর্মচারীগণ। এরপর বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাতে  দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ধানমন্ডি ৩২ নং এ জাতির পিতার প্রতিকৃতি-তে পুস্পমাল্য অর্পন করা হয়।
সবশেষে রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়-এর ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে "মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু " শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকী। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. তানবীর ইবনে আনোয়ার এবং ফিল্ম ও মিডিয়া বিভাগের সংযুক্ত ফ্যাকাল্টি একুশে পদক প্রাপ্ত ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ফিল্ম ও মিডিয়া বিভাগের সহকারী অধ্যাপক সাকিরা পারভীন।
এছাড়া গত ১৪ আগস্ট থেকে ১৬ আগস্ট, ২০২১ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে জাতির পিতার জীবনের বিভিন্ন অধ্যায়ের স্মারক চিত্র প্রদর্শনী চলে। চিত্র প্রদর্শনীটি বিশ্ববিদ্যালয়ে আগত সকলে স্বাস্থ্যবিধি মেনে পরিদর্শন করেন।